Pages

Thursday, September 30, 2010

ধ্রুবর কিছু কাঠ লাগবে |

ধ্রুবর কিছু কাঠ লাগবে |
ধ্রুব আমাদের কাঠের মিস্তিরি| ধ্রুব শর্ম্মা|. বয়স জানা হয়নি কখনো | পঞ্চাশের নিচেই হবে| খুব রোগা তবে পরিশ্রমী| আর বিশ্বাসী | কতবার ওর ভরসায় সারা বাড়ি ছেড়ে গিয়েছি | কখনো কোনো অনিষ্ট হয় নি|

ওর কিছু কাঠ লাগবে| আজ ই|
আমাদের বাড়ির প্রায় সব কাঠের কাজ ই ওর করা|
আমাদের আত্মীয় বন্ধু অনেকের বাড়িতেই ও কাজ করেছে|
গত সপ্তাহেই একটা লক লাগিয়ে গেল| আর একটা দরজার কাজ ধরেছিল |
শেষ হল না|

স্রেফ তিনদিনের জ্বর| ব্য়াস|
সিরাজের চোয়াল শক্ত| ওর চোখ ভিজে | সিরাজ ওর সহকর্মী | বন্ধু|
ওরা মন্দির-মসজিদ বুঝত না| শুধু কাজ বুঝত|

ওর কিছু কাঠ লাগবে আজ রাতেই|
এই শেষ |
দাহ করার কাঠ|
আর কখনো লাগবে না|
এর পর ধ্রুবর আর কিছু লাগবে না|
কাঠ ও না|

No comments:

Post a Comment