Wednesday, March 9, 2011
কখন বসন্ত গেল
শিল্পী সমীর বিশ্বাস ভালো নেই.
আজ পনেরো মাস হয়ে গেলো, উনি কথা বলেন না | ছবি আঁকেন না |
এক বসন্ত গিয়ে আর এক বসন্ত এসে গেল, শিল্পী তাকিয়েও দেখেন না|
দীর্ঘ শায়িত দেহ্টার সামনে গিয়ে দাঁড়ালে একটা ধাক্কা লাগে বুকে|
ওনার আঁকা সাদাকালো রেখাচিত্র গুলি চোখের সামনে ভাসে|
জানালার বাইরে বহমানা ছবির শহর কলকাতা| সদাব্য়স্ত| উদাসীন |
শিল্পী শুয়ে থাকেন মুখ ফিরিয়ে |
বোধহীন| নি:সাড় |
ছবি থেকে যায় |
দুরে সরে যায় ছবির শহর .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment