Pages

Monday, October 4, 2010

হাওয়া বদল


নতুন একটা বাংলা পর্যটন পত্রিকা | "হাওয়া বদল"|
শুরু থেকেই জড়িয়ে থাকা| গাল ভরা নাম |মুখ্য় উপদেষ্টা |
খুব যে কিছু উপদেশ-টুপদেশ দিয়েছি একথা বললে অবশ্য় অনৃতভাষণ ই হবে |
পত্রিকার নাম, প্রচ্ছদের ছবি আর মণিপুর নিয়ে একটা লেখা | সূচনা সংখ্য়ায় আমার অবদান বলতে এইটুকুই|
সুস্থ এই প্রচেষ্টাটি সফল হোক | সদ্য়জাত পত্রিকাটির কপালে লাগুক চিরন্তনী জয়টীকা, এই কামনা |

1 comment: